নাগরিক সেবার তথ্য বিবরণী
সেবা প্রদানকারী অফিসের নাম : মাতুভূঞা ইউনিয়ন কৃষি অফিস
|
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ |
সংশ্লিষ্ট আইন-কানুন
/ বিধি-বিধান/ নীতিমালা
|
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
|||||||
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
|||||||
১ |
বালাই নাশকের খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স প্রদান |
১। উপজেলা কৃষি কর্মকর্তা
২। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৩। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (SAPPO)
|
আবেদনকারীকে খুচরা লাইসেন্সের আবেদনপত্র দাখিল করতে হয়। পরিদর্শক আবেদনকারীর বিষয়টি সরেজমিনে যাচাই করে ইউএও-এর নিকট প্রতিবেদন দাখিল করেন। সকল কাগজপত্রসহ আবেদন জেলায় প্রেরণ করা হয়। জেলাতে উপ-পরিচালকের অনুমোদনের পর পিপিএস কর্তৃক লাইসেন্স প্রদান করে উপজেলা অফিসে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা অফিসে হতে আবেদনকারীকে লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে। |
১০—১৫ দিন;
১. বালাইনাশকের খুচরা বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি৩০০ টাকা ও নবায়ন ফি-২০০ টাকা,
২. বালাইনাশকের পাইকারি বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি ১০০০ টাকা ও নবায়ন ফি-৫০০ টাকা। |
দি পেস্টিসাইড অর্ডিনেন্স, ১৯৭১, পেস্টিসাইড রুলস ১৯৮৫ এবং পেস্টিসাইড রুলস এমেন্ডমেন্ট ২০১০ |
উপ-পরিচালক |
|||||||
২ |
|
|
নতুন প্রযুক্তির ক্ষেত্রে উপজেলা/ ইউনিয়ন কমিটিকে অবহিত করা হয় এবং কৃষকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়। দলীয় ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কৃষি প্রযুক্তি ও তথ্য সকল ধরণের কৃষকের নিকট পৌঁছে দেয়। পরীক্ষিত প্রযুক্তির ক্ষেত্রে প্রদর্শনী প্লট ও প্রগতিশীল/ আগ্রহী চাষি নির্বাচন এবং বিষয় ভিত্তিক ও এলাকা উপযোগী প্রযুক্তি নির্বাচন করে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মাঠে প্রয়োগের উপযুক্ত প্রযুক্তি হস্তান্তরের (Technology Transfer) ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে চাষিদের মাঠ প্রদর্শনী প্লট স্থাপন, পরিদর্শন/ পরামর্শ প্রদান, মনিটরিং, মাঠ দিবস উদযাপন ও র্যালির আয়োজন করা হয় এবং নমুনা শস্যকর্তন ও প্রতিবেদন তৈরি করা হয়। গুরুতর সমস্যা দেখা দিলে ফিডব্যাক সংগ্রহ করে বা কৃষকের মতামতের ভিত্তিতে ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তা গবেষণা প্রতিষ্ঠানে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করা হয়। |
২৫-৩৩ দিন; ফ্রি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল অনুযায়ী |
উপ-পরিচালক |
|||||||
৩ |
মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা |
১। উপজেলা কৃষি কর্মকর্তা
২। অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO)
|
ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।কৃষকদের সাথে সভা করে ঋণ গ্রহণে ইচ্ছুক উপযুক্ত/আগ্রহী চাষির সংখ্যা জানা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ গ্রহণে ইচ্ছুক উপযুক্ত চাষির তালিকা তৈরি করে ইউনিয়ন কমিটি কর্তৃক আগ্রহী ও প্রগতিশীল কৃষকের উপযুক্ততা যাচাই পূর্বক অগ্রাধিকার তালিকা তৈরি এবং সুপারিশসহ উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। উপজেলা কমিটিতে অগ্রাধিকার তালিকা উপস্থাপন, অনুমোদন এবং ঋণ প্রাপ্তির সুপারিশসহ সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করা হয়।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হয় এবং এর অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংকে প্রধান প্রধান ফসলের উৎপাদন খরচ সরবরাহ করে ঋণ বিতরণের নীতিমালা প্রণয়নে সহায়তা প্রদান সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ঋণের টাকা কৃষকের ব্যাংক একাউন্টে স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা করা হয়। |
1-6 মাস; ফ্রি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল অনুযায়ী |
উপ-পরিচালক |
|||||||
৪ |
কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান |
১। সদর দপ্তরের উপ-পরিচালক (ফা: ইকো:)
২। উপজেলা কৃষি কর্মকর্তা
৩। অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৪। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৬। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO)
|
ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।কৃষকদের সাথে সভা করে ঋণ গ্রহণে ইচ্ছুক উপযুক্ত/আগ্রহী চাষির সংখ্যা জানা হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ গ্রহণে ইচ্ছুক উপযুক্ত চাষির তালিকা তৈরি করে ইউনিয়ন কমিটি কর্তৃক আগ্রহী ও প্রগতিশীল কৃষকের উপযুক্ততা যাচাই পূর্বক অগ্রাধিকার তালিকা তৈরি এবং সুপারিশসহ উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। উপজেলা কমিটিতে অগ্রাধিকার তালিকা উপস্থাপন, অনুমোদন এবং ঋণ প্রাপ্তির সুপারিশসহ সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করা হয়।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হয় এবং এর অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংকে প্রধান প্রধান ফসলের উৎপাদন খরচ সরবরাহ করে ঋণ বিতরণের নীতিমালা প্রণয়নে সহায়তা প্রদান সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক ঋণের টাকা কৃষকের ব্যাংক একাউন্টে স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা করা হয়। |
৬-৭ দিন; ফ্রি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল অনুযায়ী |
উপ-পরিচালক |
|||||||
৫ |
কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা |
১। উপজেলা কৃষি কর্মকর্তা
২। অতিরিক্ত কৃষি কর্মকর্তা
৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৫। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO)
|
বিভিন্ন পরামর্শ কেন্দ্র থেকে কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামর্শ, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে কৃষিকর্মী, কৃষক এবং জনসাধারণকে সহায়তা প্রদান করা হয়। সেজন্য কৃষককে পরামর্শ কেন্দ্র, কৃষি অফিস, এআইসিসি, ইউআইসিসি ইত্যাদি কেন্দ্র থেকে এবং গণমাধ্যমের সহায়তা নেয়ার জন্য উৎসাহ দেয়া হয় এবং নিয়ম কানুন সম্পর্কে জানানো হয়। তাছাড়া অনুষ্ঠান প্রচারের সময়সূচি, ই-মেইল, ওয়েবসাইট ইত্যাদি বিষয়ক ঠিকানা সম্বলিত পোস্টার, ফেস্টুন বিতরণ করা হয়। কৃষি বিষয়ক যেকোন তথ্য ডিএই/এআইএস’এর ওয়েবসাইট থেকে নেয়া যেতে পারে। বিভিন্ন তথ্য ও প্রযুক্তি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ব্লক পর্যায়ে প্রদর্শন, সংরক্ষণ ও বিতরণ করা হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক ও সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো হয় । |
তাৎক্ষণিক/ ১-২ দিন; ফ্রি |
কৃষি সম্প্রসারণ ম্যানুয়েল ও কৃষি সম্প্রসারণ নীতিমালা অনুযায়ী |
উপজেলা কৃষি অফিসার ও
উপ-পরিচালক
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS