মাতুভূঞা ইউনিয়ন এর দুই পাশ থেকে সর্পিল আকারে ছোট ফেনী নদী প্রবাহিত হয়ে গেছে। এই নদী মাতুভূঞা ইউনিয়নের বুক চিড়ে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই নদীকে কেন্দ্র করে অনেক প্রাকৃতিক বৈচিত্রতা গড়ে উঠেছে। নদীকে উপজীব্য করে অনেক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, টেংরা, শোল, টাকি, পাবদা, কোরাল, বোয়াল, আইড়, শিং, মাগুর, চিড়িং, বাটা সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায়। এই নদীর মোহনায় কখনো কখনো ইলিশ মাছও ধরা পড়ে। সাগরে সৃষ্ট জোয়ার ভাটা এই নদীর সাথে সম্পৃক্ত। পলি মাটির স্তর বসে কোথাও কোথাও চর গজাতে দেখা যায়। আবার ঢেউয়ের তোড়ে নদী পাড়ে ভাঙ্গনের ফলে অনেক সম্পদ-সম্পত্তি হানী হয়। কেউ কেউ হয়ে পড়ে গৃহহারা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস